ছুটির দিনে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
বিনোদন ডেস্ক
আপলোড সময় :
২৭-০১-২০২৪ ১২:২৪:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০১-২০২৪ ১২:২৬:০৯ অপরাহ্ন
বিনোদন ডেস্ক: রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) চলছে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
এবারের মেলা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে নির্ধারিত সময়ের কয়েকদিন দেরিতে শুরু হয়। বাণিজ্য মেলা শুরুর পর প্রথম ছুটির দিন উপলক্ষে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ক্রেতা-দর্শনার্থীদের আগমন শুরু হয়।
ছুটির দিন হওয়াতে আশপাশের জেলা থেকেও প্রচুর লোক ভিড় জমিয়েছেন মেলায়। এতে বিক্রি বেড়েছে স্টলগুলোতে। বিগত দিনের তুলনায় ছুটির দিনে বেচা-বিক্রি বেশি হবে বলে আশা করছেন বিক্রেতারা। যদিও ক্রেতারা বলছেন, বেশিরভাগ নন ব্রান্ডের স্টলগুলোতে মাত্রাতিরিক্ত দাম রাখা হচ্ছে।
গতকাল শুক্রবার সকাল থেকে সরেজমিনে বাণিজ্য মেলা ঘুরে দর্শনার্থী এবং বিভিন্ন স্টলের কর্মীদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে। বাণিজ্য মেলার ৫ম দিনে সকাল থেকেই মেলার প্রধান প্রবেশদ্বারে দীর্ঘ লাইন দেখা গেছে।
টিকিট কেটে ভেতরে প্রবেশের পর দেখা গেছে। লোকে লোকারণ্য। কেউ এসেছেন পরিবার-পরিজন নিয়ে, কেউ বা এসেছেন ঘুরে সময় কাটাতে। আবার অনেকে পছন্দের বন্ধু-বান্ধবদের নিয়ে। অনেকে একাই পণ্যটি খুঁজছেন এবং কেনাকাটা করছেন।
এবারের মেলায় প্রবেশের টিকিট ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া শিশুদের টিকিটের মূল্য ৩০ টাকা।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত মেলা চলবে
এদিন বাণিজ্য মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। গৃহস্থালির সামগ্রী, পোশাক, ইলেকট্রনিক জিনিসপত্র সহ প্রায় সবকিছুতেই ক্রেতাদের আগ্রহ দেখা গেছে।
মেলায় আসা দর্শনার্থীরা জানান, বিভিন্ন পণ্য একসঙ্গে দেখার ও কেনার সুযোগ পেয়ে তারা খুশি। ছুটির দিন থাকায় আজ অধিকাংশ দর্শনার্থীরা পরিবার-পরিজন নিয়ে মেলায় এসেছেন। মেলায় ঘুরে দেখা ও কেনাকাটা করার জন্য তারা বেশ আনন্দিত।
পরিবারের সদস্যদের নিয়ে- রাজধানীর মগবাজার থেকে ব্যক্তিগত গাড়িতে করে বাণিজ্য মূল্য চোকায়জীবী সোয়িক ইশারাকার আগারগাঁওয়ে বাণিজ্যমেলার আয়োজন করার সময় প্রতিবছর গেলেও পূর্বাচলে এই বছরই প্রথম এসেছেন তিনি।
তারিক বলেন, আসতে তেমন কোনো সমস্যা হয়নি। ম্যারাথনের কারণে এক্সপ্রেসওয়েতে কিছুটা জ্যাম ছিল। তবে ওভারঅল ঘুরে মনে হয়েছে আগারগাঁওয়ের তুলনায় পূর্বাচলেই বাণিজ্য মেলার আয়োজন করা ভালো হয়েছে। আগারগাঁওয়ে আয়োজন করার সময় রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হতো। এখানে সেটি নেই। অনেক বড় জায়গায় আয়োজন। আজকে ঘুরতে এলাম, ভালো লাগছে।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স