1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ , ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পরিচ্ছন্ন নজিপুরের প্রত্যাশায পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৬-০২-২০২৪ ০৮:৪২:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০২-২০২৪ ০৮:৪২:২৮ অপরাহ্ন
পরিচ্ছন্ন নজিপুরের প্রত্যাশায পরিচ্ছন্নতা অভিযান

গোলাম রাব্বানী, নওগাঁ : পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বচ্ছ নগরীর প্রত্যাশায় নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

২৬ ফেব্রুয়ারি ২০২৪ সূর্যোদয়ের সাথে সাথে একদল পরিচ্ছন্ন কর্মী এবং স্বেচ্ছাব্রতিরা এ অভিযানে অংশগ্রহণ করেন। গোলাপি এপ্রোন পরিহিত স্বেচ্ছাব্রতিরা পৌরসভার সরদারপাড়া, বাস স্ট্যান্ডের মসজিদ মার্কেট, রাব্বানী মার্কেট, সাপাহার রোড এবং ধামইরহাট রোডের স্তুপিকৃত আবর্জনাগুলো অপসারণ করেন।

নজিপুর পৌরসভার নেতৃত্বে পরিছন্নতা এই অভিযানে অংশগ্রহণ করেন নো ক্যান্সার ফাউন্ডেশন, ইম্প্রেশন ফাউন্ডেশন, বিডি ক্লিন এবং ভোরের ডাক ব্যায়াম সংগঠনের সদস্যরা। এসময় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সফলভাবে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন নজিপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল মজিদ, ফারহানা মমিন, যুগল চন্দ্র দেবনাথ, আপেল মাহমুদ প্রমূখ। নো ক্যান্সার ফাউন্ডেশন এর পক্ষে বক্তব্য রাখেন সমন্বয়কারী শাকিল রাব্বানী, লুৎফর রহমান, সাদিয়া আক্তার।

বিডি ক্লিন নজিপুরের সদস্য রাকিবুল ইসলাম এসময় সকলের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন। ভোরের ডাক ব্যায়াম সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন প্রিন্সিপাল বিমল কুমার বর্মন, আইসিটি শিক্ষক মোঃ কামাল হোসেন, সহকারী প্রভাষক আবুল কালাম আজাদ, সিএইচসিপি উত্তম কুমার দাস, নজিপুর জুয়েলারি মালিক সমিতির সভাপতি রঞ্জিত কুমার দত্ত প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ