টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে রাজশাহী জেলায় মাঠ পর্যায়ে পরীক্ষার তৃতীয় ও শেষ দিনের কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১১-০৩-২০২৪ ০৬:৪৩:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৩-২০২৪ ০৭:০৮:২৮ অপরাহ্ন
সেবার ব্রতে চাকরি'-এই শ্লোগানে আজ ১১ মার্চ ২০২৪ খ্রি. (সোমবার) বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে
সকাল ০৮:০০ ঘটিকা থেকে রাজশাহী পুলিশ লাইন্স মাঠে ৩য় দিনের মাঠ পর্যায়ে প্রার্থীদের পুরুষ:১৬০০ মিটার দৌড়, নারী:১০০০ মিটার দৌড়, ড্র্যাগিং, রোপ ক্লাইমিং) পরীক্ষা সম্পন্ন হয়েছে। জনাব মোঃ সাইফুর রহমান, পিপিএম(বার), পুলিশ সুপার, রাজসাহী মহোদয় শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় রাজশাহী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ডিজিটাল বাংলাদেশ হতে স্মার্ট বাংলাদেশের রূপান্তরে যুগোপযোগী জনগণের স্মার্ট পুলিশ হওয়ার অভিপ্রায়ে দুরন্ত দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ পুলিশ। একটি টেকসই নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক সুষম সমাজ ব্যবস্থা, জ্ঞানভিত্তিক শক্তিশালী অর্থনীতি এবং সাধারণ মানুষের প্রত্যাশিত একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেনের প্রতাশিত স্মার্ট বাংলাদেশ পুলিশ গড়ার লক্ষ্যে 'সেবার ব্রতে চাকরি' এই স্লোগানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জানুয়ারি-২০২৪ এর পরীক্ষা রাজশাহী জেলায় ০৮, ১০ ও ১১ মার্চ ২০২৪ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ প্রার্থীর মেধা, দক্ষতা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতে অবাধ, সুষ্ঠু, সুশৃংখল ও নিরপেক্ষভাবে পরিচালিত হয়।
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা এমন একটি সাইন্টিফিক ও সিস্টেমেটিক ডিজাইনে বিভিন্ন স্তরে স্তরে সাজানো থাকে যে শুধুমাত্র মেধাবী, দক্ষ, সাহসী ও শারীরিকভাবে যোগ্য প্রার্থীরাই চূড়ান্তভাবে উত্তীর্ণ হতে পারে, অন্য কেউ নয়।
এই পরীক্ষায় পুলিশ হেডকোয়ার্টার্স হতে প্রেরিত পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার এবং রাজশাহী রেঞ্জের দুটি জেলা হতে দুজন অতিরিক্ত পুলিশ সুপারসহ রাজশাহী জেলার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও পরিক্ষা ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স