1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ , ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে ১৭ হাজার অবৈধ সিম জব্দ করেছে বিটিআরসি

নিউজ ডেস্ক
আপলোড সময় : ১১-০৬-২০২৪ ১২:৫৮:২৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ১১-০৬-২০২৪ ১২:৫৮:২৮ পূর্বাহ্ন
রাজধানীতে ১৭ হাজার অবৈধ সিম জব্দ করেছে বিটিআরসি

নিউজ ডেস্ক: রাজধানীতে অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি কাজে ব্যবহৃত ১৭ হাজার ৩৫৪টি সিম এবং বিভিন্ন রকমের ভিওআইপি সরঞ্জামাদি জব্দ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রাজধানীর নয়াপল্টন ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এসময় অবৈধ ভিওআইপি কাজে ব্যবহৃত ১৭ হাজার ৩৫৪টি সিম এবং বিভিন্ন রকমের ভিওআইপি সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। একইসঙ্গে এসবের সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১০ জুন) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সহযোগিতায় বিটিআরসির এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টর টিম এ অভিযান চালায়।

বিটিআরসি সূত্রে জানা গেছে, নয়াপল্টন ও খিলগাঁও এলাকায় অনুমোদনবিহীন ভিওআইপি ব্যবসা চলছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালনো হয়। এ সময় ৫৬টি অবৈধ ও অনুমোদনবিহীন সিমবক্স, ১৯টি রাউটার, ২২টি মডেম, ১৮টি পেনড্রাইভ, ২৩টি জিএসএমএ এন্টেনা, বিভিন্ন অপারেটরের ১৭ হাজার ৩৫৪টি সিম এবং বিভিন্ন ভিওআইপি সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযানে ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর বিধান অনুযায়ী মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিটিআরসি -সূত্র সময় সংবাদ।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ