1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪ , ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মলদ্বার দিয়ে রক্তপাত, হতে পারে ভয়াবহ রোগের লক্ষণ

নিউজ ডেস্ক
আপলোড সময় : ১১-০৬-২০২৪ ০১:২৮:২৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ১১-০৬-২০২৪ ০১:২৮:২৩ পূর্বাহ্ন
মলদ্বার দিয়ে রক্তপাত, হতে পারে ভয়াবহ রোগের লক্ষণ শীতকালে অনেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। এর মূল কারণ ঠাণ্ডার ভয়ে পানি কম খাওয়া। বেশি বেশি গরম পানি খাওয়ার কারণেও শরীর কষে যেতে পারে। কোষ্ঠকাঠিন্য স্থায়ী হলে অনেক সময় সেটি পাইলস-ফিস্টুলায় রূপ নিতে পারে। সঠিক চিকিৎসার অভাবে পাইলস-ফিস্টুলা ক্যান্সারেও পরিণত হতে পারে


 মানবদেহের মলদ্বার দিয়ে রক্তপাত একটি সাধারণ জিনিস নয়। পায়ুপথে রক্ত আসা ভয়াবহ রোগের লক্ষণ । যখন এটি কোনও জায়গা থেকে বেরিয়ে আসে, তখন সেটা বিপদের সংকেত। কখনও কখনও এই অবস্থা রেক্টা‌ল রক্তপাত হিসেবে বিবেচনা করা হয়। এটি কোলোরেক্টাল ক্যান্সারসহ অনেক স্বাস্থ্য অবস্থার উপসর্গের কারণেও হতে পারে।

পায়ুপথে রক্ত গেলে অনেক রোগী হতাশাগ্রস্ত হয়ে পড়েন। মূলত কোনো মারাত্মক রোগ হয়েছে কিনা তাই চিন্তার কারণ। অনেক সময় রক্ত পড়ার পর শুধু সময়ক্ষেপণ ও অবহেলার জন্য এটি ক্যানসারের মতো জটিল রোগের কারণ হতে পারে বলছেন চিকিৎসকরা।

পাইলস হলেও মলদ্বার দিয়ে রক্ত আসতে পারে। শুরুতে মলের সঙ্গে রক্ত ফোঁটায় ফোঁটায় পড়তে পারে। কিছুদিন পর মলদ্বার দিয়ে মাংসপিণ্ডের মতো বের হতে পারে এবং মলদ্বারে জ্বালাপোড়াও হতে পারে। আবার পায়ুপথে এনাল ফিসার হলে মলদ্বার ফেটে যায় এবং এক্ষেত্রে সেখান থেকে রক্ত আসতে পারে। এই সমস্যায় রক্ত পড়া ছাড়াও মলত্যাগের সময় ও পরে ব্যথা ও জ্বালাপোড়া হতে পারে।

রেক্টাল পলিপ হলেও পায়খানার রাস্তা দিয়ে টাটকা বা তাজা রক্ত যায়। মলদ্বারে গোটার মতো দেখা যেতে পারে। রেক্টাম ক্যানসার মলদ্বারে রক্ত যাওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম। এই রোগটিকে অনেকে শুরুতে পাইলস মনে করে অবহেলা করেন।


প্রতিরোধের বিষয়ে চিকিৎসকরা বলছেন

পায়ুপথে রক্তপাত হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে সঠিক কারণ নির্ণয় করার পর শুরু হবে চিকিৎসা। তবে রোগীর রক্তক্ষরণ অনেক বেশি হলে আগে রক্ত দিয়ে চিকিৎসা করতে হবে। পাইলস, এনাল ফিসার ইত্যাদি রোগ এখন ওষুধ ও জীবনাচরণ পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ