রাজশাহীর দুর্গাপুরে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১২-০৬-২০২৪ ১২:২৩:১৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
১২-০৬-২০২৪ ১২:২৩:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে বিপুল পরিমান চোলাই মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী , ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ৯ জুন ২০২৪ তারিখ রাত্রী-২৩১৫ ঘটিকায় রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন নারিকেলবাড়িয়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে মাদক ব্যবসায়ী
১। শ্রী নয়ন রায় (২৩), পিতা-মৃত বুদা রায়, ২। সুজন রায় (২৭), পিতা-মৃত কারীপদ রায়, উভয় সাং-নারিকেলবাড়িয়া, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহীদ্বয়কে গ্রেফতার করে এবং চোলাই মদ-১১১৫ লিটার, মাটিরপাত্র - ২০ টি, সিলভারের পাত্র- ১ টি, প্লাস্টিকের ড্রাম- ১০ টি, এবং প্লাস্টিকের বালতি- ৮ টি উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন নারিকেলবাড়িয়া গ্রামস্থ তাদের নিজ বাড়িতে বিপুল পরিমান চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রেখেছে।
পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং অদ্য তারিখ রাতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান চোলাই মদ উদ্ধারসহ ২ জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
উল্লেখ্য, ধৃত আসামীদ্বয় এলাকার চিহ্নিত চোলাই মদের প্রস্তুতকারী ও ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন নারিকেলবাড়িয়া গ্রামস্থ নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার দূর্গাপুর থানায় মামলা রুজু করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স