বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মা ও ছেলেসহ প্রাণ ঝরলো ৪ জনের
নিউজ ডেস্ক
আপলোড সময় :
১২-০৭-২০২৪ ০১:৩৯:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
১২-০৭-২০২৪ ০১:৩৯:৩৬ পূর্বাহ্ন
বগুড়ার শেরপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশায় থাকা একই পরিবারের ৩ সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই জন।
বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিরাগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বান্ধাইল গ্রামের ওলিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩২), আরিফুলের স্ত্রী মৌসুমী আক্তার (২৫) , ছেলে সাইফুল ইসলাম (৪) ও অটোরিকশাচালক ননাসিম হোসেন (৩০)। তিনি সিরাজগঞ্জ জেলার তারাশ থানার সেলুন গ্রামের পরবত শেখের ছেলে। আহতরা হলেন, শেরপুরের গোলাম (৫০) ও কাওছার আলী।
জানা গেছে, দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে বগুড়ার শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ধড়মোকাম এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক তাদের সামনে থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করে। এ সময় অটোরিকশার ভেতরে থাকা চালকসহ যাত্রীদের ৪ জন নিহত হন। আহত হন দুই জন।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স