সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শিয়ালখোল অবস্থিত অন্যতম বেসরকারি নার্সিং কলেজ "আদর্শ কলেজ অব নার্সিং এর ছাত্রদের মাঝে টি এস ম্যাটস এর এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। টি এস ম্যাটস অত্র কলেজেরই অংঙ্গসংগঠন।
শুক্রবার (১৬ আগস্ট ) সকাল সাড়ে ৮ টায় সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে কলেজের ছাত্রদের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত প্রীতি ম্যাচে টি এস ম্যাটসকে ৩-২ গোলে পরাজিত করে বিজয় অর্জন করে আদর্শ কলেজ অব নার্সিং
খেলা শেষে শিক্ষার্থীরা জানান, আমরা শিক্ষাকে আরো আধুনিক, উন্নত ও বাস্তবসম্মত করতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার মাধ্যমে একজন শিক্ষার্থীকে মাদক ও ইন্টারনেটের আসক্তি থেকে মুক্ত করে একটি সন্দর ও সুষ্ঠু জীবন উপহার দিতে চাই।
দৈনিক সোনালী রাজশাহী / আব্দুল্লাহ হেল কাফি