1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

‘কখনো কারও তাবেদারি করেনি রাজশাহী প্রেসক্লাব’

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৪-০৮-২০২৪ ১০:১১:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৮-২০২৪ ১০:১১:৩২ অপরাহ্ন
‘কখনো কারও তাবেদারি করেনি রাজশাহী প্রেসক্লাব’ ছবিঃ দৈনিক সোনালী রাজশাহী

 
‘জনগণের দাবিদাওয়া নিয়ে রাজপথে সবসময় সোচ্চার ছিল রাজশাহী প্রেসক্লাব। লুটেরা-দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে আপোষহীনভাবে। দেশের ঐতিহ্যবাহী এ প্রেসক্লাব কখনো কারও তাবেদারি করেনি’- শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক জরুরি সভায় বক্তারা এসব কথা বলেন।
 
রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রেসক্লাবের সহ: সভাপতি আবু সালে মো. ফাত্তাহ, স্মৃতি পরিষদের সহ: সভাপতি সালাউদ্দিন মিন্টু, সাংবাদিক মুহিব্বুল আরেফিনসহ আরও অনেকে বক্তব্য রাখেন। 
 
এ সময় স্মৃতি পরিষদের উপদেষ্টা মোহাম্মদ জুলফিকার, পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন, স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, সদস্য আল-আমিন হোসেন, আরিফুল ইসলামসহ অন্যান্য সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
সভার শুরুতে আন্দোলনে জুলাই ও আগস্টের আন্দোলনে দেশজুড়ে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন বক্তারা। এসময় তারা বলেন, গত ৫ আগস্ট রাজশাহী প্রেসক্লাবে হামলা ও লুটপাট চালানো হয়। ওইদিন প্রেসক্লাব সভাপতিকে হত্যাচেষ্টাও চালানো হয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
 
বক্তারা বলেন, রাজশাহী প্রেসক্লাব লুটেরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার ছিল। এখনো অন্যায়ের প্রতিবাদ করেই যাবে। সব ধরণের অন্যায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধে গড়ে তুলতে হবে। চিকিৎসার নামে দেশে একটি সিন্ডিকেট মানুষের সাথে প্রতারণা করছে। এ সিন্ডিকেট ভেঙে মানুষের চিকিৎসার খরচ কমিয়ে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। সবশেষ দেশে বন্যার্তদের পাশে দা*ড়ানোর জন্য আহবান জানান সাংবাদিক নেতারা।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ