1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ , ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর মোহনপুরে ফিড মিলে বিস্ফোরণে আহত ৪

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১১-১০-২০২৪ ১২:১০:১৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ১১-১০-২০২৪ ১২:১০:১৪ পূর্বাহ্ন
রাজশাহীর মোহনপুরে ফিড মিলে বিস্ফোরণে আহত ৪

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর কেশরহাট পৌর এলাকায় মাছের ফিড মিলে বয়লার বিস্ফোরিত হয়ে চার শ্রমিক গুরতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে কেশরহাট পৌর ভবনের পূর্বপাশে অবস্থিত সততা ফিড মিলে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করোন। পরে এঘটনায় দগ্ধ কেশরহাট পৌর সদর এলাকার মজিবুর রহমানের ছেলে গোলাম রাব্বানী (৩৫)কে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্য নেওয়া হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে মিলের কিছু অংশ উড়ে গিয়ে পাশের ডোবায় পড়ে যায়। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থল সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।

স্থানীয়সূত্রে জানা গেছে শ্রমিকরা ফিড তৈরীর কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে বয়লারের ফুটন্ত গরম পানিতে রাব্বানী নামে এক শ্রমিকের দেহের অংশ ঝলসে যায় এবং মনসুর (৫৫), মোখলেছ (৩৬), আউয়াল (৩৮) দগ্ধ হোন। তাদেরকে মোহনপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ