রাজশাহী জেলার নতুন পুলিশ সুপার ফারজানা ইসলাম
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২২-১২-২০২৪ ০১:০৯:৪৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
২২-১২-২০২৪ ০১:০৯:৪৮ পূর্বাহ্ন
রাজশাহী জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন ফারজানা ইসলাম । ২১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ অপরাহ্ণে রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপার জনাব ফারজানা ইসলামের নিকট বিদায়ী পুলিশ সুপার জনাব মো:আনিসুজ্জামান দায়িত্বভার হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম (পুলিশ সুপারপদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ রফিকুল আলম-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, নবযোগদানকৃত পুলিশ সুপার ফারজানা ইসলামের পূর্ববর্তী কর্মস্থল এসবি, ঢাকা। তিনি ২৫তম বিসিএস সফলতার সাথে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি তাঁর সততা ও দক্ষতার জন্য সমাধিক পরিচিত। তিনি রাজশাহী জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।
অপরপক্ষে, বিদায়ী পুলিশ সুপার মো: আনিসুজ্জামান ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে যোগদানের উদ্দেশ্যে আজ প্রস্থান গ্রহণ করেন। তিনি গত ০১ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তাঁর অনন্য নেতৃত্ব, পেশাদারত্ব ও কর্তব্যনিষ্ঠার জন্য তিনি ইতোমধ্যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করার গৌরব অর্জন করেন।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স