1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঘোষণাপত্র ঘিরে ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) কেন্দ্রীয় শহীদ মিনারে

জমায়েত সফলে রাজশাহী ছেড়েছে ছাত্রপ্রতিনিধিদের ৯ বাস

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০২:১৫:৩৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০২:১৫:৩৫ পূর্বাহ্ন
জমায়েত সফলে রাজশাহী ছেড়েছে ছাত্রপ্রতিনিধিদের ৯ বাস ছবি: দৈনিক সোনালী রাজশাহী

রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রপ্রতিনিধিগণ৷ মঙ্গলবার ৩১ ডিসেম্বর রাত ১ টা ৪০ মিনিটে রাজশাহী থেকে যাত্রা শুরু করেন তারা৷ জমায়েত সফল করতে ৯টি বাস নিয়ে ঢাকার উদ্যেশ্যে যাত্রা শুরু করেন৷

এসময় নাহিদুল ইসলাম সাজুর প্রখর শ্লোগান দিতে থাকে। যার মধ্যে দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা। দিল্লি না রাজশাহী? রাজশাহী রাজশাহী অন্যতম।
 
সে সময় সেখানে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মারসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর  ও জেলা উপজেলার  প্রতিনিধিগণ। 
 
উল্লেখ্য, কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘিরে ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তত দেড় থেকে আড়াই লাখ মানুষ জমায়েত করার পরিকল্পনা গ্রহণের কথা জানান। এতে নিরাপত্তা ঘিরে থাকবে অন্তত ৫০০ পুলিশ সদস্য।
 
সোমবার ( ৩০ ডিসেম্বর) বিকেলে ডিএমপি হেডকোয়ার্টারে ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। 
 
আব্দুল হান্নান মাসুদ বলেন, মঙ্গলবার থেকে নতুন স্বপ্ন দেখবে বাংলাদেশ। আগামীর বাংলাদেশে যে সরকারই আসবে এই ঘোষণাপত্র সীমারেখা হয়ে কাজ করবে ।
 
 
এসময় তিনি বলেন, এর মধ্য দিয়ে অবসান হবে বস্তা পঁচা রাজনীতির। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সকল রাজনৈতিক দল নতুন এই ঘোষণাপত্রকে স্বাগত জানাবে বলে আশাবাদ তাদের।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ