টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ কর্তৃক পরিচালিত সংগঠন 'ভাসানী ফাউন্ডেশন' গত সোমবার আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর আসনের মনোনয়নন প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
ইফতারে ভাসানী ফাউন্ডেনের নেতৃবৃন্দ, সদস্য, মাভাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ প্রায় তিন শতাধিক লোকের সমাগম হয়। ইফতারের সময় ঘনিয়ে আসার পূর্ব মুহুর্তে ইফতার বন্টনে বিশৃঙ্খলা দেখা দেয়। প্রায় শতাধিক লোকের ইফতারই না পাওয়ার অভিযোগ ওঠে। মঞ্চে উপস্থিত দ্বিতীয় ও তৃতীয় সারির অনেকে ইফতার না পাওয়ায় ভাসানী ফাউন্ডশনের মহাসচিব ও বিএনপির টাঙ্গাইল পৌরসভার মেয়র পদপ্রার্থী মাহমুদুল হক শানু একাধিকবার অনুষ্ঠানের স্বেচ্চাসেবক ও নেতাকর্মীদেকে মঞ্চে বসা অতিথিদেরকে ইফতার দেওয়ার জন্য আহবান জানান।
এসময় বিতরণকারীদের কেউ কেউ দেওয়ার মত ইফতার অবশিষ্ট নেই বলে জানায়। ইফতারের সময় মসজিদেে সাইরেন দিলেও, অতিথিদের অনেকে ইফতার কিংবা পানি কিছুই না পেয়ে অনুষ্ঠানস্থান ত্যাগ করে। ইফতার অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে আসা অনেকে দুঃখ করে বলেন, মঞ্চের প্রথম সারিতে বসা অনকেকে বিশেষ খাবার দেওয়া হলেও তারা কিছুই পায়নি । এভাবে দাওয়াত দিয়ে এনে অপমান করার কোন মানে হয় না বলে ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে আয়োজকদের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি এড়িয়ে যান।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় আইনে রাজনীতি নিষিদ্ধ থাকলেও ক্যাম্পাসে ভেতরে এধরনের আয়োজন নিয়ে সাধারন ছাত্রদের অনেকে নিন্দা প্রকাশ করেন। তারা স্থানীয় বিএনপির একাংশ দ্বারা পরিচালিত ভাসানী ফাউন্ডেশনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে আইন বহির্ভুতবাবে ক্যাম্পাসে রাজনীতি চর্চা, আধিপত্য বিস্তার ও নিয়োগ বানিজ্যের অভিযোগ করেন । প্রশাসনের বিরুদ্ধে বিএনপির রাজনীতিকে প্রমোট করার অভিযোগ করে পতিত স্বেরাচার আমলের প্রশাসনের পথেই বর্তমান প্রশাসন হাঁটছে বলে মন্তব্য করে।
সোমবার বিকেল থেকেই নেতাকর্মীরা শ্লোগান দিতে দিতে ইফতার অনুষ্ঠানে যোগ দিতে থাকে। প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন বলেন, স্বৈরাচার ও ফ্যাসিজমের দোসরদের তৎপরতা এখনো চালু আছে এবং প্রতিহত করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান যেন দেশে এসে নেতৃত্ব দিতে পারে সেজন্য সবার কাছে দো'য়া চান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বায়েটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়িারিং বিভাগের জৈষ্ঠ্য অধ্যাপক ড. একেএম মহিউদ্দিন। তিনি জিয়াউর রহমানের আদর্শকে অনুসরন করার আহবান জানান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. ইমাম হোসেন, ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স এর প্রফেসর ড. মোঃ আবু জোবায়ের, আইসিটি বিভাগের অধ্যাপক ড. জিয়াউর রহমান, প্রকৌশলী সাদাত আল হারুন, শাহ-আলম প্রমুখ ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দৈনিক সোনালী রাজশাহী / মেহেদী হাসান