বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে: খালেদা জিয়া
নিউজ ডেস্ক:
আপলোড সময় :
০২-০৭-২০২৫ ১২:২৭:৫২ পূর্বাহ্ন
আপডেট সময় :
০২-০৭-২০২৫ ১২:২৭:৫২ পূর্বাহ্ন
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যে কোনো মূল্যে রক্ষা করার এবং ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
তিনি বলেন, “বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা কোনোভাবেই যেন বৃথা না যায়, তা নিশ্চিত করতে হবে।”
জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর উপলক্ষে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ‘গণ-অভ্যুত্থান ২০২৪, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের আমলে যারা গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের তালিকা প্রস্তুত করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচারের ব্যবস্থা এবং শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করারও দাবি জানিয়েছেন।
খালেদা জিয়া বলেন, প্রতিটি শহীদ পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স