1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স রাজশাহী জেলা কমিটি অনুমোদিত

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৮:০০:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৮:০০:২৮ অপরাহ্ন
জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স রাজশাহী জেলা কমিটি অনুমোদিত

 
বাংলাদেশে ফ্যাসিবাদবমুক্ত, সুন্দর ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গঠিত জুলাই রেভ্যুশনারী এলায়েন্স-এর রাজশাহী জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে।
গত ০৫ জুলাই কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান এবং সদস্য সচিব ফয়সাল মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৫২ সদস্যবিশিষ্ট এই জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে রাকিব হোসেন আহ্বায়ক ও তামিম-মো: তারিকুল ইসলাম কে সদস্য সচিব এবং ইয়াসির আরাফাত পিন্স মুখ্য সংগঠক হিসেবে মনোনীত করা হয়েছে। মুখপাত্র হিসেবে দায়িত্ব পেলেন গোলাম রাব্বানী টিপু।
 
কমিটির সদস্য সচিব তামিম- মো তারিকুল ইসলাম বলেন, “জুলাই বিপ্লব আমাদের চেতনার মূল ভিত্তি। এই চেতনাই আমাদের সংগঠনের দিকনির্দেশনা দিচ্ছে। আমরা ফ্যাসিবাদমুক্ত, ন্যায়ভিত্তিক ও প্রগতিশীল বাংলাদেশ গঠনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই বাংলাদেশের মানুষের ঐক্য এবং মুক্তির প্রতীক। জুলাইয়ের বিপ্লবী চেতনাকে সমুন্নত রাখতে জুলাই রেভূলেশনারী এ্যালায়েন্স বিগত ৯ মাস ধরে কাজ করে যাচ্ছে বাংলাদেশকে একটি , ফ্যাসিবাদমুক্ত সমৃদ্ধশালী সুন্দর ও আদর্শ রাষ্ট্র বিনির্মানের লক্ষ্যে আমরা কাজ করে যাবো”।
 
নতুন কমিটির আহ্বায়ক রাকিব হোসেন বলেন, জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স সংগঠনটি জুলাইয়ের বিপ্লব। জুলাইকে ধরে রাখতে যে কাজগুলো করা দরকার সে কাজগুলো আমরা করব। যেমন,জুলাইয়ের লিখনি,স্মৃতিচারণ, গ্রাফিতি আঁকানো এছাড়াও জুলাই যেন নষ্ট না হয়ে যায় সেই কাজগুলি আমরা করতে থাকবো।
 
তিনি আরো বলেন, আগামীতে যেন ফ্যাসিবাদ ফিরে না আসতে পারে সেই কাজগুলো আমরা ধরে রাখবো এবং আমাদের এ সংগঠন সব সময়ে জনসাধারণের সাথে থাকবে।
 
নতুন জেলা কমিটি আগামী এক বছর রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামীণ অঞ্চলে সংগঠনের ভিত্তি মজবুত করতে সাংগঠনিক কর্মকাণ্ড, প্রচার-প্রচারণা, জুলাই বিপ্লব এবং জুলাইয়ের শহীদ পরিবার এবং আহতদের নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ