গোদাগাড়ীর ডেকোরেটর ব্যবসায়ী মনিরুল হত্যা মামলার ৭ আসামি গ্রেফতার
আপলোড সময় :
০৯-০৭-২০২৫ ১২:৫৬:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৭-২০২৫ ১২:৫৬:১৯ অপরাহ্ন
গোদাগাড়ী, রাজশাহী, প্রতিনিধি: রাজশাহী গোদাগাড়ীতে লোহার হাতুরী দিয়ে মাথা থেতলিয়ে চাঞ্চল্যকর ডেকোরেটর ব্যবসায়ী মনিরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামীসহ ৭ জন এজাহার নামীয় আসামীকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-৫। মামলার ২৪ ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছেন বলে জানান র্যাব -৫।
৯ জুলাই ( বুধবার) রাত ১২.০৫ মিনিটে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার দাউদপুর ইউনিয়নের হায়াতপুর পূর্বপাড়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পূর্ব শত্রুতার জেরে লোহার হাতুড়ী দিয়ে মাথায় পিটিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী ১। মোঃ আশরাফুল ইসলাম (৬০), পিতা-মৃত আব্দুস সামাদ, সাং-দেলশাদপুর (শিয়ালমারা), ২। মোঃ মফিজুল ইসলাম (৫০), পিতা-মৃত আব্দুস সামাদ, ৩। মোঃ সাদ্দাম হোসেন (৩৭), পিতা-মৃত আব্দুস সামাদ, উভয় সাং-নারায়নপুর, ৪। মোঃ আকবর আলী (২৮), পিতা-মোঃ আশরাফুল ইসলাম, ৫। মোঃ বাবর আলী (১৯), পিতা-মোঃ আশরাফুল ইসলাম, উভয় সাং-দেলশাদপুর (শিয়ালমারা), ৬। মোঃ হানিফ (২৯), পিতা-মোঃ মফিজুল ইসলাম, ৭। মোঃ রমজান আলী (২০), পিতা-মোঃ মফিজুল ইসলাম, উভয় সাং-নারায়নপুর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীদের কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনা সূত্রে জানা যায়, নিহত ভিকটিম মনিরুল ইসলাম (৪৭) একজন ডেকোরেটর ব্যবসায়ী। গত ৬ জুলাই বিকাল আনুমানিক ৪ টার সময় মনিরুল জমি সংক্রান্ত কাজ শেষ করে বাড়ী ফেরার পথে আনুমানিক রাত ৯ টার সময় ঘটনাস্থল গোদাগাড়ী থানার আইহাই গ্রামের সাগরাম মোড়ে পৌছালে এজাহারনামীয় ৭ জন আসামী ও অজ্ঞাতনামা ৫/৬ জন আসামী পূর্ব-পরিকল্পিত ভাবে পূর্ব শত্রুতার জেরে হাতে হাতুড়ী, বাঁশের লাঠি, লোহার রড সহ নিহত ভিকটিমকে পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। নিহত মনিরুল গালিগালাজ করতে নিষেধ করলে আসামীরা বাঁশের লাঠি, হাতুড়ী, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মাথায়, হাতে ও পিঠে, বুকের উপরে সহ ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী ভাবে মারপিট করে ফোলা ও রক্তাক্ত জখম করে। নিহত ভিকটিম মনিরুলকে গ্রামের অন্যান্য লোকজন বাঁচাতে গেলে তাদেরকে বিভিন্ন ভাবে ভয়-ভীতি দেখিয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিম মনিরুল এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
নিহত মনিরুল ইসলাম গোদাগাড়ী উপজেলার নারায়নপুর গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ডেকোরেটর ব্যবসার পাশাপাশি জমি কেনাবেচার কাজও করতেন। এ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৩ জনকে আসামী করে গোদাগাড়ী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন ।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স