সারাদেশে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপ্রচারের বিরুদ্ধে পুঠিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেল ৫ টায় রাজশাহী-নাটোর মহাসড়কে বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্বে দেন জেলা বিএনপির সদস্য ও পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান। এছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি তাহেরপুর রোডে সাবেক মেয়রের পার্টি অফিসের সামনে শুরু হয়ে রাজশাহী-নাটোর মহাসড়কে প্রদক্ষিন করে পুনরায় তাহেরপুর রোডে এসে শেষ হয়।
রাজশাহী জেলা বিএনপির আহ্বান কমিটির সদস্য ও পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান বলেন, "বিএনপি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দল। পুঠিয়ার বিএনপি রাজনীতিতে কোন দালালি চলবে না। বিএনপি সন্ত্রাসী রাজনীতি করে না, মাটি ও মানুষের রাজনীতি করে।
তিনি আরো বলেন, এনসিপি ও জামাত ৫৮ টি বিএনপির অফিস ভাঙচুর করেছে, তাদের আইনি প্রক্রিয়ায় বিচার হবে। আমরা কেউ আইন নিজ হাতে তুলে নিব না"।