র্যাব-৫ এর অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার
নিউজ ডেস্ক:
আপলোড সময় :
১৭-০৮-২০২৫ ১২:০৭:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৮-২০২৫ ১২:০৭:৩৬ অপরাহ্ন
গোপালগঞ্জে গাছের গুড়ি ফেলে পিতা পুত্রের সর্বস্ব ডাকাতির ঘটনায় র্যাব-১০, সিপিসি ফরিদপুর ও র্যাব -৫ এর যৌথ অভিযানে ফরিদপুর থেকে সুমন মোল্লা (২৭)ও ইমারত হোসেন (৪৮) কে গ্রেপ্তার করা হয়েছে।
১৬ আগস্ট ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন এলাকায় বাস টার্মিনালের সামনে থেকে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ বলেন, গত ২৫ মে (রবিবার) আনুমানিক ভোর ০৩.১০ মিনিটে খুলনা-ঢাকা মহাসড়কে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন কেন্দুয়া মোড় এলাকায় দিনু মোল্লা ও ছেলে জনি মোল্লা (২২) এর পিকআপ গাড়ি গাছ ফেলে বেরিকেড দিয়ে আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটায় । উক্ত ডাকাতির ঘটনায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় ২৫/০৫/২০২৫ইং তারিখে একটি ডাকাতি মামলা রুজু হয় যাহার মামলা নং-৩৪।
উক্ত ঘটনার উদঘটন করতে র্যাব এর আভিযানিক দল নাটোর জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। পরবর্তীতে আন্তঃ জেলার ডাকাতদলের সদস্যরা নাটোর জেলার সদর থানা এলাকায় অবস্থান করে। র্যাব-৫ এর একটি আভিযানিক টিম উক্ত বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে জানা জায় যে, আন্তঃ জেলার ডাকাত দলের সদস্যরা ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকায় অবস্থান করলে বাস টার্মিনালের সামনে থেকে তাদের গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ১নং মো. সুমন মোল্লা (২৭), ২ নং মো.ইমারত হোসেন (৪৮) উক্ত ডাকাতির ঘটনার সাথে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে। আটককৃত আসামীদের'কে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স