1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ , ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গোদাগাড়ীর ইউএনও ফয়সাল আহমেদের বদলি আদেশ স্থগিতের দাবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৬:৫১:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৬:৫১:১৩ অপরাহ্ন
গোদাগাড়ীর ইউএনও ফয়সাল আহমেদের বদলি আদেশ স্থগিতের দাবিতে মানববন্ধন 
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার, ফয়সাল আহমদের হটাৎ বদলির আদেশ স্থগিতের দাবিতে গোদাগাড়ীর সর্বস্তরের জনগণের ব্যনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় গোদাগাড়ী উপজেলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এর বদলি আদেশ স্থগিত করে বর্তমান কর্মস্থলে রাখার লক্ষ্যে উপজেলার জনসাধরণের প্রাণের দাবি চলমান উন্নয়নমূলক কাজগুলো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত গোদাগাড়ী উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে দেখতে চান গোদাগাড়ীবাসী।

জনস্বার্থে সরকারের যথাযথ কর্তৃপক্ষের প্রতি সুদৃষ্টি কামনা করেছেন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনকারীরা।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এর ৭ মাসে ব্যাপক উন্নয়ন কার্যক্রমের বেশ কিছু চিত্র মানববন্ধনে শোভা পায়। গোদাগাড়ীর গোলচত্বর সড়কের দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে মানববন্ধন করেন হাজারও নারী, পুরুষ, ছাত্র, ছাত্রী, শিক্ষক, কিশোর কিশোরী, ব্যবসায়ী, প্রতিবন্ধী, বিধবা, স্বামীপরিত্যক্তা, মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তান, বিভিন্ন খেলোয়াড়, কৃষক, শ্রমিক, ভ্যানচালক, রিকসা চালক, অটোচালক, চাকুরীজীবি, জনপ্রতনিধিসহ সর্বস্তরের জনগণ।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, ইউএনও ফয়সাল আহমেদ এর হঠাৎ বদলীতে মাদক ব্যবসায়ী খাসপুকুর, ভেজাল সিন্ডিকেটের সদস্যগণ খুশি হলেও গোদাগাড়ী পৌরসভা ও উপজেলাবাসী খুশি হতে পারেন নি। তারা রীতিমতো হতাশ হয়েই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন। তার বদলীর আদেশ স্থগিত করা না হলে আরও কঠিন কর্মসূচি পালন করার ঘোষনা করেন।

মাত্র সাত মাসে গোদাগাড়ীর গরীব, দুস্থ, বিধবা, মুক্তিযুদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্রসমাজ, নির্যাতিত মানুষ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, যুবসমাজের আস্থার প্রতীক হয়ে উঠা মানবিক ইউএনওর এমন বদলী কোনভাবেই সাধারণ জনগণ মেনে নিতে পারছেন না। তারা গোদাগাড়ীর গনমানুষের উন্নয়ন ও ভাগ্যের পরিবর্তনের জন্য সরকারের উদ্ধর্তন কতৃপক্ষের নিকট দাবী করছেন আরও কয়েক মাস উপজেলা নিবাহী অফিসার ও পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ দিয়ে সাড়ে ৪৫০ খাসপুকুর ইজারা দিয়ে সরকারের কোটি কোটি রাজস্ব আয় করার ব্যবস্থা করা।

বদলিতে বিষন্নতা নেমে এসেছে সাধারন মানুষের মাঝে। তার অফিসে কারো অনুমতি নেয়ার প্রয়োজন হয় নি। বিধবা, স্বামী পরিত্যক্তা, গরীব, দুস্থ মহিলা, ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, আদিবাসী সবাই অফিসে যেতেন ইউএনও ফয়সাল আহমেদ মনোযোগ সহকারী সবার কথা শুনতেন। সমাধান দিতেন। বাল্য বিয়ে, যৌতুক, মাদক, দখলবাজী, চাঁদাবাজী, চুরি, ছিনতাই অনেক অংশে কমে এসেছিল। ভেজাল বিরোধী অভিযানে তিনি শতভাগ সফল। তিনি একজন প্রশাসক হিসেবে নয়, সামাজসেবক, গোদাগাড়ীবাসীর কামলা হিসেবে পরিচিতি পেয়েছিলেন, সাপ্তাহিক ছুটি শুক্রবার, শনিবারও অফিসে কাজ করতেন, দিন রাত পরিশ্রম করতেন, ভেজাল, মাদক, বাল্যবিয়ে, অবৈধভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেন।


নতুন নতুন উদ্যোক্তা তৈরির জন্য নিয়েছেন বিভিন্ন রকম প্রশিক্ষণ, সেলাই, মালি, মুচিদের প্রশিক্ষণের ব্যবস্থা। চর আষাড়িয়াদহ ইউনিয়ন বাসীর জন্য করেছেন স্পিড বোর্ডের ব্যবস্থা যেখানে চর থেকে পার হতে সময় লাগতো প্রায় ১ ঘন্টা সেখানে ১০/১৫ মিনিট জরুরী সেবার ব্যবস্থা করেছেন আইনশৃঙ্খলা রক্ষার্থে পৌর সদর সহ গোল চত্বরে করেন সিসি ক্যামেরায় স্থাপন। যুবকদের মাদক থেকে সরিয়ে আনতে খেলাধুলার উপর গুরুত্ব দিয়ে ২ পৌরসভা, ৯ ইউনিয়নে ৯৯ টি ক্লাব গঠন, খেলধুার সামগ্রী বিতরণ করেছেন। প্রতিটি ইউনিয়ন, প্রতিটি পৌরসভায় শিশুদের বিনোদনের মিনি শিশুপার্ক তৈরি করছেন। তিনি গোদাগাড়ী উপজেলায় যোগদানের পর থেকে ছুটে গিয়েছেন গোদাগাড়ীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।

বৃহস্পতিবার সন্ধ্যার পরে ইউএনওর বদলির আদেশটি ছড়িয়ে পড়লে অনেকেই হতাশা প্রকাশ করে বলেন, গোদাগাড়ীবাসী হারালেন একজন যোগ্য প্রশাসক ও অভিভাবক। সাধারণ গোদাগাড়ীবাসী বলছেন আরও কয়েক মাস সময় ইউএনও ফয়সাল আহমেদ সুযোগ পেলে উন্নয়ন কসর্মকাণ্ডগুলোর সুফল পেত, আসার আলো দেখত গোদাগাড়ীবাসী। তিনি মাদকপ্রবন এলাকা গোদাগাড়ীতে এসে প্রথমেই শুরু করেন মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান,বাল্য বিবাহ প্রতিরোধ, ভেজাল খাদ্য, ভেজাল তেল, নমেয়াদ উত্তীর্ণ ঔষধ, পুকুর খনন, রাস্তা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে গোদাগাড়ীর আইকনে পরিণত হয়েছেন। গোদাগাড়ীর শিক্ষার উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করা। গোদাগাড়ী পৌরসভার জন্মলগ্নে শিক্ষাবৃত্তি ছিলো না। চালু করে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তবে বদলির বিষয়ে কথা হয় গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সাথে। তিনি বলেন, আমরা সরকারি কর্মকর্তা দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে সরকার যেখানে চাইবে এখানেই আমাদের যেতে হবে তবে গোদাগাড়ীবাসীর ভালোবাসার কথা সারাজীন মনে থাকবে। আমি আপনাদের প্রশাসক হিসেবে নয় কামলার মত কাজ করেছি। দিন যতদিন এখানে রিজিক ছিল ছিলাম, ভালকাজ করার চেষ্টা করেছি।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ