গোদাগাড়ীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৯-০৯-২০২৫ ০৮:৪১:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৯-২০২৫ ০৮:৪১:৩৫ অপরাহ্ন
প্রতিকি ছবি
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দু’বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাথাভাঙা গ্রামে এ ঘটনা ঘটে।
গোদাগাড়ী থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া দুই শিশু হলো- গোদাগাড়ীর মাথাভাঙা গ্রামের রুহুল আমিনের মেয়ে কারিমা খাতুন ও মো. রাব্বুলের ছেলে মো. রাফি।
গোদাগাড়ী থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, সকালে খেলার সময় বাড়ির পাশের ছোট পুকুরে পড়ে যায় শিশু দুটি। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে গোদাগাড়ী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি"
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স