আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সাবেক যুগ্ন আহ্বায়ক ও সদস্য সচিব, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি(রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) রাজশাহী জেলা যুবদলের সাবেক আহবায়ক,রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও যুগ্ম সম্পাদক, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন উজ্জল সোমবার ( ২৯ সেপ্টেম্বর ) বিকেলে চারঘাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজ-খবর নেন।
বিএনপির এই নেতা এদিন চারঘাটের প্রায় ১৫টি মন্দির ও মণ্ডপে যান। পরিদর্শনের সময় তিনি দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সাথে কথা বলেন। জানা গেছে, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চান এবং সেই লক্ষ্যেই এলাকায় রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
পরিদর্শনকালে আনোয়ার হোসেন উজ্জল বলেন, আপনারা কোন সময় কোন কারনেই ভয় পাবেন না” মনে রাখবেন, “আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং পাশে থাকব”। তিনি আরও বলেন, আমরা অসম্প্রদায়িক চেতনায় বিশ্বসী। আমাদের ধর্ম যার-যার, তবে উৎসব সবার। আমরা মিলে-মিশে থাকতে চাই। আপনারা যে কোন প্রয়োজনে আমাদের পাশে পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আকবর আলী, চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জীবন, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজিব, তিতাস-সহ চারঘাট উপজেলার বিএনপির বিভিন্ন অংগসংঠনের নেতাকর্মীবৃন্দরা।
আলোচনা শেষে অতিথিরা তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট স্থানীয়দের মধ্যে বিতরণ করেন।
দৈনিক সোনালী রাজশাহী / হাসান আল মামুন