1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ , ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় চোরের কাছে জিম্মি ব্যবসায়ীরা! ভুক্তভোগীর অভিযোগ নেইনি পুঠিয়া থানা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০২:৩৭:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০২:৩৭:৩৯ অপরাহ্ন
পুঠিয়ায় চোরের কাছে জিম্মি ব্যবসায়ীরা! ভুক্তভোগীর অভিযোগ নেইনি পুঠিয়া থানা দৈনিক সোনালী রাজশাহী
 
 
রাজশাহীর পুঠিয়া উপজেলার ত্রিমোহনী  বাজারে নাফিস এন্টারপ্রাইজ নামের একটি অটোরিকশা ব্যবসায়ী প্রতিষ্ঠানের ৮টি তালা ভেঙ্গে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
 
জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। প্রতিদিনের ন্যায় সারাদিন বেচাকিনা শেষ করে মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে তালাবদ্ধ করে বাসায় চলে গেলে গভীর রাতে কোন এক সময় এই চুরির ঘটনা ঘটে।
 
এ বিষয়ে ভুক্তভোগ ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন: আমি অভিযোগ দেওয়ার জন্য গতকাল থানায় গিয়েছিলাম ওসিকে না পেয়ে অনেক বার ফোন দিয়েছি দেখা করার জন্য কিন্তু তিনার সময় হয়নি আমার সঙ্গে দেখা বা কথা বলার, সে কারণে বাধ্য হয়ে আজকে আবারো গিয়েছিলাম থানায় দুঃখের বিষয় হল ওসি আমার অভিযোগ বা জিডি কোনটাই নেননি। গতকালকে আমার দোকান চুরি হয়েছে ভোরে বাজার কমিটির মাধ্যমে ফোনে জানতে পেরে দোকানে এসে দেখতে পায় দোকানের মালামাল চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষাধিক। এবার দিয়ে আমার দোকানে তিনবার চুরি হলো, আগেও থানায় লিখিত অভিযোগ দিয়েছি কোন লাভ হয়নি, এবারও অভিযোগ দিব।
 
এ বিষয়ে অটোরিকশা দোকানের কর্মচারী মোঃ ফিরোজ হোসেন বলেন আমি এসে দেখি 
দোকানে লাগানো ৮টি তালা কাটে ভিতরের মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোরে, আর সাটারের সেই কাটা তালা গুলো জঙ্গলে পড়ে আছে।
 
এছাড়াও ওই এলাকায় বিগত দিনে বহুবার চুরির ঘটনা ঘটলেও চোররা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। এই এলাকায় বহু চুরি হয় এর কোন ফায়সালা হয় না। আমরা সঠিক বিচার চাই।
 
শুধু ব্যবসায়ী নাসিরুদ্দিন নয় ওই এলাকায় রয়েছে প্রায় ৫০টির মতো চুরির ঘটনা ঘটেছে। যার কোন কূলকিনারা করতে পারেনি পুলিশ।
 
আশ্চর্যজনক বিষয় হলো এরা কেউই থানায় অভিযোগ বা জিডি করতে চায় না এসব বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে তারা চোরদের কাছে জিম্মি হয়ে পড়েছে। সবাই মনে করছে কারো বিরুদ্ধে অভিযোগ করলে হয়তো পরবর্তীতে আরও বড় ঘটনা ঘটতে পারে। এ সকল চুরির বিষয়ে কেউই প্রকাশ্যে কিছু বলতে চাইছে না। এখন প্রশ্ন হল কেন এতগুলো চুরির ঘটনার পরেও কেউ ভয়ে মুখ খুলছে না কেন?
 
অন্যদিকে এসব চুরির কোন হদিস করতে পারেনি প্রশাসন সহ কেউই। আর চোররা থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে। চলছে প্রতিনিয়ত চুরির মত ঘটনা যেন দেখার কেউ নেই। 
 
এসব চুরির বিষয়ে একাধিক ব্যক্তিরা বলছেন, মাদকাসক্ত মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় চুরির ঘটনাও বেড়েছে এবং প্রভাবশালী হওয়ায় ওই সকল চোরদের বিরুদ্ধে কেউই মুখ খুলতে চায় না।
 
এক সপ্তাহ আগে উপজেলার মেনগেটের সামনে নোমান পাটোয়ারীর মুদি দোকানে টিন কেটে চুরির ঘটনা ঘটে, মাস দেড়েক আগে পল্লী বিদ্যুৎ অফিসের সাথে নাবিলা ইলেকট্রনিক্স নাজমুলের দোকান চুরি হওয়ার ভিডিও ফুটেজে দেখা গেছে চুরির সম্পূর্ণ দৃশ্য। তিনি বলেন আমি থানায় অভিযোগের পাশাপাশি আমার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দিয়েছি কিন্তু এখনো কোনোই সুরাহা হয়নি।
 
বানেশ্বর বাজারে ঈশিতা ডেকোরেটর সাউন্ড সিস্টেম ব্যবসায়ীর মহাসিনের দোকান, ধোপাপাড়া বাজারে মোবাইল সামগ্রী ব্যবসায়ী মুক্তা গিফট কর্নারে টিনের চালা কেটে, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আরো মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে তৎকালীন সময়ে পুঠিয়া থানায় চুরি হওয়া মোবাইল ফোনের আইএমই নাম্বারসহ লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। ওই ঘটনার কোন সুরাহা করতে পারেনি পুলিশ। এতে করে যেমন বাড়ছে পুলিশের প্রতি অনাস্থা, তেমনি বাড়ছে অভিযোগ বা জিডি না করার বিষয়টা। এমন পরিস্থিতিতে কেউ কেউ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন এখন।
 
সার্বিক বিষয়ে পুঠিয়া বণিক সমিতির আহ্বায়ক মামুন হোসেন বলেন: এর সম্পূর্ণ ব্যর্থতা আমাদের এই দায়ী আমরা এড়াতে পারে না কারণ আমাদের নিয়োজিত নাইট গার্ড থাকা শর্তেও চুরির ঘটনা ঘটেছে 
বাজারে ৬০০ টি দোকান ঘর রয়েছে ৯ জন নাইট গার্ডের পাশাপাশি আমরা কমিটির সদস্যরাও রাত জেগে মনিটরিং করি, তারপরও আমরা ব্যবসায়ীরা নিরাপত্তা হীনতায় ভুগছি। এর আগেও বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে তবে থানায় অভিযোগ দিয়েও কোন উপকার পায় না ভুক্তভোগী ব্যবসায়ীরা।
 
এদিকে এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন: চুরির বিষয়ে আমরা বাজার কমিটির সঙ্গে কথা বলেছি। ব্যাপারটা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, চোর ধরার চেষ্টা করছি।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ