রাজশাহীর চারঘাটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের শিবপুর গ্রামে একটি ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ আহমেদ আলী।
নিহতরা হলেন, উপজেলার তাতার পুর গ্রামের মানুষ হাবিবুরের ছেলে তুহিন, মানসুরের ছেলে মারুফ ও মতিনের ছেলে শিমুল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বানেশ্বর থেকে চারঘাটের দিকে যাচ্ছিল তিন আরোহীসহ একটি মোটরসাইকেল। শিবপুর গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সজোরে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়।
নিহত তিনজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন। তাদের সকলের বাড়ি রাজশাহীর তাতারপুর গ্রামে বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা চারঘাট থানা পুলিশে খবর দেয়। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী জানিয়েছেন, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। আমি ঘটনা স্থলেই আছি