রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে গাড়ি পার্কিং এলাকায় অজ্ঞাতনামা ৭৪ বছর বয়সী এক বৃদ্ধাকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘ প্রচেষ্টার পরও তাঁর পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।
তার দেয়া তথ্য অনুযায়ী রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মু: ফয়সাল বিন আহসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনের পার্কিং এলাকায় গত (২৯ অক্টোবর) অসুস্থ অবস্থায় তাকে পাওয়া গেলে সকাল সাড়ে ৭ টার দিকে দ্রুত চিকিৎসার জন্য রামেকে জন্য ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় (০৭ নভেম্বর) রাত সাড়ে ৩ টায় তার মৃত্যু হয়।
বর্তমানে মৃতদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ (মর্ডান মর্গুয়ারিতে) সংরক্ষিত আছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং সিআইডি, রাজশাহীর মাধ্যমে মৃতদেহের আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) গ্রহণ করা হলেও এনআইডি কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি, যার ফলে তাঁর পরিচয় এখনও অজ্ঞাত।