গোদাগাড়ীতে ধানের শীষের প্রচারণা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১০-১১-২০২৫ ১০:৩২:১২ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১১-২০২৫ ১০:৩২:১২ অপরাহ্ন
রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রচারণা ও কর্মী সমাবেশ অনূষ্ঠিত হয়েছে। সোমবার গোদাগাড়ী পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে নওসাদ আলীর খামার বাড়িতে রাজশাহী ১ আসনের ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল অবসর শরিফ উদ্দিন এর পক্ষে ধানের শীষের প্রচারণা এবং এই কর্মী সমাবেশে অনূষ্ঠিত হয়।
পৌর বিএনপির ৩ নং ওয়ার্ড সভাপতি নওসাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রাজশাহী-১ (গোদাগাড়ী- তানোর) আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল অবসর শরিফ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে শরিফ উদ্দিন বলেন রাজশাহী ১ আসন থেকে দল আমাকে ধানের শীষের প্রার্থী মনোনিত করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। যাতে করে গোদাগাড়ী ও তানোর বাসীর উন্নয়ন করার সুযোগ পায়। আমি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে এ বরেন্দ্র অঞ্চলে সেচ ব্যবস্থা, পিছিয়ে পড়া পদ্মা পাড়ের চর অঞ্চলের বাসিন্দাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ব্যবস্থায় কাজ করবো। এবং এই গোদাগাড়ী ও তানোরে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গড়বো এটা আমার লক্ষ্য।
তিনি বলেন বিগত বিএনপি সরকারের আমলে এই আসন থেকে আমার ভাই বিএনপির ভাইস-চেয়ারম্যান ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের সময় গোদাগাড়ী ও তানোরে স্কুল,কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, বিদ্যুৎ ব্যবস্থা সহ ব্যপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং নতুন কর্মসংস্থান গড়ার জন্য আমাকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ- সভাপতি গোলাম কিবরিয়া রুলু, সাধারন সম্পাদক আনোয়ারুল চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব,পৌর মৎস্য দলের সভাপতি বেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কুরবান আলী, রাজশাহী যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ডালিম, সাবেক পৌর ছাত্রদলের সভাপতি রিমেলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স