রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এসময় জজের স্ত্রী তাসমিন নাহারও ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাওসিফ রহমান সুমন নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
ঘটনার সাথে জড়িত একজনকে আহত অবস্থায় আটক করা হয়েছে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
রাজশাহী মহানগর দায়রা জজ হিসাবে যোগদানের আগে আব্দুর রহমান রাজশাহী শ্রম আদালতের বিচারক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি জামালপুর জেলায়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে নগরীর তেরখাদিয়া ডাবতলায় বিচারকের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই রাজশাহী আদালতপাড়ার বিচারক, আইনজীবী, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সফিয়ান, বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার শাফিন মাহমুদ ও উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।