রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে মতিহার থানায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টির রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক মোঃ মোবাশ্বের আলী।
বিশেষ অতিথি ছিলেন, সদস্য সচিব মোঃ আতিকুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মোঃ মোবাশ্বের হোসেন, যুগ্ম সদস্য সচিব মাহফুজুর রহমান বাবু, যুগ্ন সদস্য সচিব সালাউদ্দিন বাপ্পী,
জেলা জাতীয় নাগরিক পার্টির ১নম্বর যুগ্ম সমন্বয়কারী মোঃ নাহিদুল ইসলাম সাজু,
জেলা ছাত্রশক্তির প্রতিনিধি মোঃ মোতালেব হোসাইন ও মহানগর ছাত্রশক্তির প্রতিনিধি আব্দুল বাসির আল হাদি৷
বক্তারা সভায় রাজশাহী মহানগরসহ সারাদেশে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার আহ্বান জানান।
সমাবেশ শেষে নেতৃবৃন্দের সম্মতিক্রমে কমিটি গঠনের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।