বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১৫-১১-২০২৫ ০৮:২২:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১১-২০২৫ ০৮:২২:৩৯ অপরাহ্ন
আরিফ হোসেন, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করতে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজশাহীর গোদাগাড়ীর ফাজিল পুর কবরস্থানে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন দলটির এই মহাসচিব।
কবর জিয়ারত শেষে এক সমাবেশে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে থাকার আহবান জানান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ আমি কবর জিয়ারত করতে এসেছি আমার প্রিয় একজন মানুষের। ব্যারিস্টার আমিনুল হক এমপি ও মন্ত্রী থেকে এই এলাকার মানুষের জন্য কাজ করেছেন। এ এলাকায় তার পরিবারের অবদান আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবার এ আসনে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরীফ উদ্দীনকে মনোনয়ন দিয়েছেন। শরীফ উদ্দিন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থেকে সব সময় নিরাপত্তা দিয়ে এসেছেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করতে হবে।
তিনি বলেন একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা ফায়দা নিতে চায়। এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভাজন সৃষ্টি করা যাবে না। অন্যদিকে আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের অতীত অভিজ্ঞতা বলে এদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব না।
এ সময় তার সঙ্গে ব্যারিস্টার আমিনুল হকের ভাই রাজশাহী-১ (গোদাগাড়ী- তানোর) আসনের ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল অবসর শরীফ উদ্দীন, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক শফিকুল হক (মিলন) ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স