1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মহানগর এনসিপি'র দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০৮:২৩:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০৮:২৩:০৯ অপরাহ্ন
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মহানগর এনসিপি'র দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবি: দৈনিক সোনালী রাজশাহী
 
১৪ ডিসেম্বর ২০২৫ — শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের উদ্যোগে বাদ মাগরিব মহানগর কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
দোয়া মাহফিলে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বুদ্ধিজীবীর রুহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি রাজশাহী মহানগরের আহ্বায়ক মোঃ মোবাশ্বের আলী। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হযরত আনাস, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাফফুজুর রহমান জুয়েল, সদস্য সচিব : মাহফুজুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক উদয়সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা।
 
বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। স্বাধীনতার প্রাক্কালে তাদের নির্মম হত্যার মাধ্যমে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করা হয়েছিল। তাদের আত্মত্যাগ আমাদেরকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
 
অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ