1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুরে আবেদ আলী–কোবাদ আলী স্মৃতি ফাউন্ডেশনের পারিবারিক দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৪:৫২:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৪:৫২:৪৩ অপরাহ্ন
দুর্গাপুরে আবেদ আলী–কোবাদ আলী স্মৃতি ফাউন্ডেশনের পারিবারিক দোয়া ও মিলাদ মাহফিল ছবি: দৈনিক সোনালী রাজশাহী


রাজশাহীর দুর্গাপুর উপজেলার শালঘরিয়া গ্রামের ঐতিহ্যবাহী পরিবার “আবেদ আলী–কোবাদ আলী স্মৃতি ফাউন্ডেশন”-এর উদ্যোগে এক পারিবারিক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় নিগার কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার আনিসুর রহমান।
 
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বদিউজ্জামান, অধ্যাপক নুরুল ইসলাম, আলহাজ লুৎফর রহমান, গাজী মাজহারুল ইসলামসহ উভয় পরিবারের সদস্যবৃন্দ ও এলাকাবাসী।
 
দোয়া মাহফিলে আবেদ আলী ও কোবাদ আলীসহ পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠক মাস্টার সাইফুল ইসলাম।
 
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজনের মাধ্যমে পারিবারিক ঐতিহ্য ও মূল্যবোধ ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ