রাজশাহী-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী মাওলানা মুনজুর রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মুনজুর রহমান তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকালে মাওলানা মুনজুর রহমানের সঙ্গে জামায়াতে ইসলামীর স্থানীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. নুরুজ্জামান লিটন, জেলা জামায়াত শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, হাফেজ মো. হাফিজুর রহমান, পুঠিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল মান্নান, অ্যাডভোকেট মাসুদ রানা এবং পুঠিয়া উপজেলা ৩নং বানেশ্বর ইউনিয়ন জামায়াতের যুববিভাগ সভাপতি হাসান আল মামুন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মাওলানা মুনজুর রহমান তাঁর নির্বাচনী লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন:
"আমি পুঠিয়া-দুর্গাপুরের সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়, মাদকমুক্ত সমাজ গঠন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আইনশৃঙ্খলার সার্বিক উন্নতি ঘটাতে কাজ করতে চাই। এলাকার মানুষের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে সৎ, স্বচ্ছ ও দায়িত্বশীল জনসেবা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।"
তিনি আরও যোগ করেন, যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে বিশেষ প্রশিক্ষণভিত্তিক উদ্যোগ ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। এছাড়া আসন্ন নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে এবং প্রশাসন সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।