সীতাকুণ্ডে পুলিশের টহল ভ্যানে ট্রেনের ধাক্কায় ৩ পুলিশ সদস্য নিহত
নিউজ ডেস্ক
আপলোড সময় :
২৭-০৮-২০২৩ ০৩:০৮:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৮-২০২৩ ০৩:০৮:৪৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের টহল ভ্যানে ট্রেনের ধাক্কায় ৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার (২৭ আগস্ট) আনুমানিক বেলা সারে১২ টার সময় উপজেলার সলিমপুর ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় তিন’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে, তাদেরকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ সদস্যদের বহনকারী গাড়ি রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ট্রেন চলে আসলে এ সংঘর্ষ ঘটে। ট্রেনের ধাক্কায় গাড়িটি দূরে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তিন পুলিশ সদস্যকে মেডিকেল আনা হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স