আপলোড সময় : ০৬-১২-২০২৩ ০৭:০১:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১২-২০২৩ ০৭:০১:৪৯ অপরাহ্ন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় নবনিযুক্ত ৩ দেশের রাষ্ট্রদূত



নিউজ ডেস্ক: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন ঢাকায় নবনিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত ও আর্জেন্টিনার নবনিযুক্ত রাষ্ট্রদূত।

বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন তারা এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ তিন রাষ্ট্রদূত হলেন-বাংলাদেশে নবনিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার, নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন ও আর্জেন্টিনার নবনিযুক্ত রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সিইএসএ। এর আগে সকালে এই তিন রাষ্ট্রদূত বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাদের পরিচয়পত্র পেশ করেন। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে রাষ্ট্রদূতরা তাদের নিজ নিজ দায়িত্ব পালনে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।

এর আগে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস অশ্বারোহী দল রাষ্ট্রদূতদের গার্ড অব অনার প্রদান করেছে। পরে রাষ্ট্রদূতরা 'বঙ্গভবন তোষাখানা' পরিদর্শন করেন
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708