রাজশাহী: রাজশাহী মহানগরীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন হয়েছে ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে মহানগরীর ভদ্রা আবাসিক এলাকায় থাকা ভারতীয় সহকারী হাইকমিশনএ প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে ভারতের জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন করেন সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। এরপর সহকারী হাইকমিশনার জাতির উদ্দেশ্যে ভারতের রাষ্ট্রপতির দেওয়া বাণী পাঠ করে শোনান।
এসময় ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মহানগরবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা জানান। এরপর বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।
অনুষ্ঠানে রাজশাহীতে অবস্থানরত ভারতীয় নাগরিক, বিশিষ্ট শিক্ষাবিদ, বিভিন্ন মেডিক্যাল কলেজে অধ্যায়নরত ভারতীয় ছাত্র-ছাত্রী ও স্থানীয় সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনে যোগ দেন।