নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে ৪৫ তম বিজ্ঞান মেলা, অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্তরে দু দিন ব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে বিজ্ঞান বিষায়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক এবিএম কামারুজ্জামান বকুল, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, সুলতানগজ্ঞ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম প্রমূখ।
উপজেলার বিভিন্ন স্কুল কলেজে ৩০ টি বিজ্ঞান বিষায়ক স্টল স্থান পেয়েছে। আগামীকাল বিকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে বিজ্ঞান মেলার কার্যক্রম শেষ হবে