সাতক্ষীরা: সাতক্ষীরায় ভুয়া চিকিৎসক দিয়ে ক্লিনিক পরিচালনা ও রেজিস্ট্রেশন না থাকার দায়ে সাতক্ষীরায় চিকিৎসকসহ ডায়াগনস্টিক সেন্টার মালিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ডায়াগনস্টিক সেন্টার মালিককে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় শহরের শেফা ডায়াগনস্টিক সেন্টার, স্বদেশ ক্লিনিক এবং আস্থা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন। সহোযোগিতায় ছিলেন র্যাব ও স্বাস্থ্য বিভাগ।
এসময় ভুয়া চিকিৎসক দিয়ে ক্লিনিক পরিচালনার অভিযোগে ক্লিনিক মালিক আবু বক্কর সিদ্দিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ভুয়া চিকিৎসক বিপুল কুমার দাসকে ছয় মাসের কারাদণ্ড, অন্যদিকে রেজিস্ট্রেশন না থাকায় আস্থা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের মালিক বিশ্বজিত পালকে ১০ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।