নিজস্ব প্রতিবেদক: নদী হইতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে চলমান কঠোর অবস্থান অব্যাহত রেখেছে গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ি, রাজশাহী।
এরই ধারাবাহিকতায় ২৯ মার্চ শুক্রবার পুলিশ সুপার, নৌ পুলিশ, রাজশাহী অঞ্চল, জনাব মো: রুহুল কবির খানের নির্দেশক্রমে, গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ি, রাজশাহীর ইনচার্জ এস আই (নি:) অন্তর চক্রবর্তী এর নেতৃত্বে গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ির অভিযান টিম চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ০৭ নং চর অনুপনগর ইউনিয়নের অনুপনগর মোল্লাপাড়া গ্রামস্থ ফায়ার ব্রিকস নামক ইটভাটা সংলগ্ন পদ্মা ও মহানন্দা নদী মোহনার তীরবর্তী চরে অভিযান পরিচালনা করিয়া অবৈধভাবে বালুমাটি উত্তোলন ও পরিবহনকালে ৩ জন আসামীকে বালুমাটিভর্তি ০৩ (তিন) টি ট্রাক্টর সহ আটক করে জব্দ করেন এবং উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উক্ত ০৩ জন আসামীকে সর্বমোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করেন।
রাজশাহীর গোদাগাড়ী নৌপুলিশ ইনচার্জ জনাব অন্তর চক্রবর্তী চক্রবর্তী জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অনুপনগড় মহানন্দা নদীর তীরে অবৈধভাবে বালু মাটি উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক ভাবে সেখানে অভিযান চালিয়ে ট্রাক্টরগাড়ীসহ তাদের আটক করি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড করা হয়। তিনি আরো জানান এরকম অভিযান অব্যাহত থাকবে ।