নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ রিজেনারেশন ট্র্যাস্টের অর্থায়নে রমজান উপলক্ষে ১১০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছ গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা নামের একটি বেসরকারী সংগঠন।
শনিবার (৩০মার্চ) দুপুরে দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে এসব খাবার বিতরণ করা হয়। গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার সভাপতি ও হাটকানপাড়া জোবেদা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নূরুল ইসলামের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক, উপজেলা পরিষদের নারী ভাইসচেয়ারম্যান বানেছা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দুর্গাপুর ফাযিল ডিগ্রি মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক নাজমুল হোসাইন।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন, বিভিন্ন বেসরকারী সংগঠন দারিদ্র্য বিমোচন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। যার সুফল অসহায় মানুষ গুলো পাচ্ছেন। এ ধারা যদি আগামীতেও অব্যহত থাকে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে খুশি উপকারভোগীরা।