বর্তমানে চলছে পবিত্র রমজান মাসের শেষ দশক। মানে শবে কদরের দশক। এই শেষ দশদিনে পবিত্র কাবা শরিফে লাখ লাখ মুসল্লি সমাগত হন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আশা প্রায় ২৫ লাখ মুসল্লি প্রতিদিন তারাবারি নামাজে অংশ নিচ্ছেন।
শবে কদরের রাত এই সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে ধারনা। তাই সৌদি কর্তৃপক্ষ স্থানীয়দের কাবায় ভিড় করতে নিষেধ করেছেন। অন্যদিকে বয়স্কদের নিজ নিজ হোটেলে নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন। কারণ ইতোমধ্যে মানুষের প্রচণ্ড ভীড়ে অনেক মুসল্লি অসুস্থ হয়ে পড়েছেন। অন্যদিকে পবিত্র রমজান মাসে নেতিবাচক আচরণ করায় কাবা থেকে এখন পর্যন্ত ৪ হাজার মুসল্লিকে গ্রেফতার করেছে সৌদি আরব। রোববার (৩১ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পবিত্র রমজান মাসকে ওমরাহর পিক সিজন ধরা হয়। এ সময়ে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বেশকিছু নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় মুসল্লিদের যেসব হোটেলে নামাজের ব্যবস্থা রয়েছে সেখানে নামাজ পড়তে বলা হয়েছে।
সৌদি জেনারেল অথরিটি জানিয়েছিল, রমজানের প্রথম ১০ দিনে এক কোটির বেশি মুসল্লি মসজিদে নববী ও মসজিদে হারামে নামাজ আদায় করেছেন। সবার মসজিদে আগমন সহজ এবং মুসল্লিরা যেন সুখকর অভিজ্ঞতা নিয়ে ফিরে যেতে পারেন সেটা নিশ্চিত করতে উন্নতমানের সেবা দেয়া হয়েছে।
মন্ত্রণালয় এক নির্দেশনায় মুসল্লিদের আহ্বান জানিয়েছে, কাবায় আসার বদলে তারা যেন হোটেলে নামাজের যে ব্যবস্থা রয়েছে সেখানে নামাজ আদায় করেন।
এর আগে ভিড় কমাতে এবারের রমজানে একজন মুসল্লিকে শুধুমাত্র একবারই ওমরাহ করার সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয় সৌদি। ওমরাহ করতে সৌদির সরকারি ওয়েবসাইট নুসুকে অনুমতি নিতে হয়। কেউ যখন একবার ওমরাহ করেন তখন সেটি অ্যাপে লিপিবদ্ধ হয়ে যায়। যখন একই ব্যক্তি আবারো ওমরাহর অনুমতি চেয়ে আবেদন করেন তখন তাকে একটি বার্তা পাঠানো হয়। এতে বলা রমজানে একজন শুধুমাত্র একবারই ওমরাহ করতে পারবেন।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রমজানের প্রথম ১০ দিনে মোট ৯৮ লাখ ১৮ হাজার ৪৭৪ জন মুসল্লি মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন। হজরত মুহাম্মদ সা:-এর পবিত্র রওজা মোবারক জিয়ারত করেছেন আরো ৭ লাখ ৩৯ হাজার ৭০২ জন ধর্মপ্রাণ মানুষ।
সূত্র : গালফ নিউজ ও অন্যান্য