ঢাকা আসছেন দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় গায়ক পাকিস্তানি কাওয়ালি শিল্পি রাহাত ফাতেহ আলি খান। চলতি মাসের ২০ তারিখে ঢাকায় একটা আয়োজনে অংশ নেয়ার কথা হয়েছে তার।
বিষয়টি নিশ্চিত করেছে বাই হেয়ার নাউ (বিএইচএন) নামের একটি ই-কমার্স সাইট। এক ফেসবুক স্ট্যাটাসে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ২০ জুলাই রাহাত ফাতেহ আলী খানের মায়াবী সুরে মুগ্ধ হতে চলে আসুন।
ওই স্ট্যাটাসে রাহাত ফাতেহ আলী খানের একটি ভিডিও জুড়ে দেয়া হয়েছে। সঙ্গে যোগ করা হয়েছে ইভেন্ট লিঙ্ক। যেখানে প্রি রেজিস্টেশন চলছে।
রাহাত ফাতেহ আলী খান ঢাকায় আসার বিষয়টি নিশ্চিতকরে বিএইচএন-এর কাস্টমার ম্যানেজার ফয়সাল আহমেদ জনি বলেন, এখন এ আয়োজনের প্রি রেজিস্টেশন চলছে। পরে টিকিট মূল্য ও ভেন্যু জানিয়ে দেয়া হবে