পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর শালবাগান এলাকায় ইসলামিক ফাউন্ডেশন, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির মিলনায়তনে 'সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় মহানবী (সা.) এর আদর্শ' শীর্ষক অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী'র অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।
এতে প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মোঃ নিজাম উদ্দীন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন, রাজশাহী'র বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসিরুদ্দিন শেখ। আলোচনা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।