আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০৬:২২:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০৬:২২:৪৭ অপরাহ্ন

মৎস্য ফিড ক্র্যাশিং পার্টিদের সাথে মতবিনিময় সভা 


 
রাজশাহী দুর্গাপুরে মৎস্য ফিড ক্র্যাশিং পার্টিদের সাথে মতবিনিময় সভা করেন নবী এন্ড ব্রাদার্স এগ্রো ফিড মিলস্।
 
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ফিড মিলস্ এর অফিস কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
উক্ত সভায় নবী এন্ড বাদ্রার্স এগ্রো ফিড মিলস্ এর ব্যবস্থাপক শাহিনুর ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলার সাবেক মৎস্য অফিসার আমিরুল ইসলাম। 
 
এ সময় আরো উপস্থিত ছিলেন,নবী এন্ড বাদ্রার্স এগ্রো ফিড মিলস্ মূল স্বত্বাধিকারী অধ্যাপক নুরুল ইসলাম সহ আরো তিন স্বত্বাধিকারী এ্যাডঃনুরুজ্জামান লিটন, ড.আব্দুর রহিম, মোবাশ্বির হোসেন মুবিন,ও মিজানুর রহমান। 
 
এছাড়া উপস্থিত ছিলেন,হাই স্পিড ফিডের স্বত্বাধিকার মহিদুল ইসলাম,বন্ধন ফিস ফিডের স্বত্বাধিকারী রবিউল ইসলাম খান রবিন, অধ্যাপক নাজমুল হোসাইন সহ শতাধিক মৎস্য চাষী ও ফিড ক্র্যাশিং পার্টি।

দৈনিক সোনালী রাজশাহী / রাকিবুল ইসলাম
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708