আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১০:৫৮:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১০:৫৮:৩৯ অপরাহ্ন

সুদের টাকার কারনে মারপিট ক্ষোভে যুবকের আত্মহত্যা


দেলোয়ার হোসেন সোহেল তানোর থেকে:
রাজশাহীর তানোরে সুদের টাকার কারনে ভুটভুটি চালক যুবককে বেধড়ক মারপিট করায় ক্ষোভে আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেন ওসি আফজাল হোসেন। আত্মহত্যা কারী ভুটভুটি চালকের নাম আরিফ হোসেন (২৬)। তার বাড়ি উপজেলার চান্দুড়িয়া ইউনিয়ন ইউপির জুড়ানপুর গ্রামে। সে ইয়াদ আলীর পুত্র। গত সোমবার বিকেলের দিকে ঘটে মারপিট করে ভুটভুটি কেড়ে নেয়ার ঘটনা। ওই দিন দিবাগত রাতে আত্মহত্যা করে। সুদের কারবারি ও মারপিট করা বিএম আহম্মেদের বাড়ি জুড়ানপুর গ্রামে। সে উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক এবং হাজী দারেশের পুত্র। এঘটনায় মঙ্গলবার দুপুরের দিকে নিহতের ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে মুলহোতা বিএম আহম্মেদ সহ তিন জনকে আসামী করে থানায় আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করেন। এঘটনায় সুদের কারবারি কৃষক দলের নেতার শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে গ্রামের জনসাধারণ। 
 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি আফজাল হোসেন জানান, আত্মহত্যা কারী আরিফের কাছ থেকে বিএম আহম্মেদ প্রায় ৮০ হাজার টাকা পেত। একারনে গত সোমবার বিকেলের দিকে আরিফকে মারপিট করে ভুটভুটি নিয়ে নেয় বিএম আহম্মেদসহ মামলার আসামীরা। একারনে সোমবার দিবাগত রাতে আরিফ আত্মহত্যা করেছে। পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যা কারীর ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। 
 
 
স্থানীয়রা জানান,কৃষক দলের নেতা বিএম আহম্মেদ দীর্ঘ দিন ধরে অসহায় মানুষদের নিকট সুদের টাকা দিয়ে ব্যাপক লাভ নিয়ে থাকে। তার কাছ থেকে ভুটভুটি চালক আরিফ টাকা নিয়েছিল। লাভসহ সেই টাকা পরিশোধ করে দেয়। কিন্তু গত সোমবার বিকেলের দিকে সুদের লাভের প্রায় ৮০ হাজার টাকা পাবে বলে তার কাছ থেকে ভুটভুটি কেড়ে নিয়ে বেধড়ক মারপিট করে। সেই ক্ষোভে আত্মহত্যা করে আরিফ। 
 
 
মামলার বাদী শরিফুল জানান, টাকা পেলে যদি না দেয় আইনগত ব্যবস্থা নিবে। কিন্তু সুদের লাভের টাকার জন্য মেরে গাড়ি কেড়ে নিবে এটা কোন অরাজকতা। ভায়ের মৃত্যুতে পরিবারে আহাজারি শুরু হয়েছে। এঘটনার সঠিক বিচার চাই। 
 
 
বিএম আহম্মেদের মোবাইলে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়। একারনে তার কোন বক্তব্য পাওয়া যায় নি।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708