আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৮:৪৫:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৮:৪৫:৩৮ অপরাহ্ন

সভাপতি সবুর সম্পাদক সারোয়ার হোসেন

তানোর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন


 
তানোর মডেল প্রেসক্লাবের কমিটির মেয়াদ দুই বছর পূর্ণ হওয়ায় কমিটি বিলুপ্তি ঘোষণা করে আবারও দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
 
নতুন কমিটিতে দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার তানোর প্রতিনিধি আব্দুস সবুরকে সভাপতি এবং দৈনিক নতুন প্রভাত পত্রিকার তানোর প্রতিনিধি সারোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
 
এই কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আলিফ হোসেন (দৈনিক জবাবদিহি), সহ-সভাপতি মনিরুজ্জামান মনি (দৈনিক উপচার), যুগ্ম সম্পাদক আবুল কাসেম বাবু (দৈনিক সূর্যের আলো), সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ (চলমান সংবাদ)।
 
নির্বাহী সদস্য- জুয়েল রানা (সুন্নী সমাচার), জুনাইদ আহমেদ (বাংলা মাটির নিউজ)।
 
এ সময় প্রেসক্লাবের সকল সদস্যদের সম্মতিক্রমে এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নতুন কমিটি তানোর মডেল প্রেসক্লাবকে আরো গতিশীল করবে বলে সকল সদস্যদের প্রত্যাশা।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708