আপলোড সময় : ১০-০৭-২০২৫ ১২:২০:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৫ ১২:২০:৪১ অপরাহ্ন

রাজশাহী জেলা ডিবির অভিযানে ৩০০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ২


৯ জুলাই বুধবার রাজশাহী জেলার চারঘাট থানাধীন গোবিন্দপুর গ্রাম হতে সকাল ০৬:৫০ টায় দুই জন মাদককারবারিকে ৩০০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম যথাক্রমে ১। মোঃ আলম (৩১), ২। মোঃ ইউসুফ (৩৯)। মোঃ আলম রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসুফপুর গ্রামের আজিম উদ্দিনের পুত্র এবং মোঃ ইউসুফ রাজশাহী জেলার একই থানার একই গ্রামের হাসেম আলীর পুত্র।


ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ দাউদ-উজ-জামান আকাশ ফোর্স-সহ গত ০৯ জুলাই ২০২৫ খ্রি. সকাল ০৬:৩৫ টায় চারঘাট থানাধীন তালতলা মোড় ও তার সন্নিহিত এলাকায় ডিউটি করছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন গোবিন্দপুর গ্রামস্থ গোবিন্দপুর ব্রিজের পূর্ব পার্শ্বের পাঁকা রাস্তার সম্মুখে কতিপয় মাদকব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।

এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ দাউদ-উজ-জামান আকাশ ফোর্স-সহ আজ  সকাল ০৬:৪০ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সকাল ০৬:৫০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ আলম-এর দেহ তল্লাশিকালে তার ডান হাতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ৩০০ বোতল ফেন্সিডিল-সহ তাদের গ্রেফতার করে।

প্রসঙ্গত উল্লেখ্য, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্ত চারঘাটের মাদককারবারি মোঃ শাহিনুর রহমান শাহিন নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ আলম, মোঃ ইউসুফ এবং পলাতক অভিযুক্ত মোঃ শাহিনুর রহমান শাহিন’গণের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মাদক মামলা রয়েছে।

ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708