আপলোড সময় : ১০-০৭-২০২৫ ১২:২৭:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৫ ১২:২৭:১০ অপরাহ্ন

গোদাগাড়ীতে মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ চাইনা জাল জব্দ



রাজশাহীর গোদাগাড়ীতে মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ জাল ব্যবহার প্রতিরোধে পদ্মা নদীতে বুধবার ৯ জুলাই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ।

উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অভিযান চলাকালিন সময়ে ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব ওয়াহিদুল ইসলাম,ও নৌ পুলিশ এ অভিযানে অংশ নেন।

এ সময় গোদাগাড়ী উপজেলার রেলবাজার নামক এলাকায় পদ্মা নদী থেকে ২ হাজার মিটার চায়না নিষিদ্ধ দুয়ারী জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা। পরে আটককৃত অবৈধ জালগুলো ধংস করা হয়।

জানা গেছে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে যৌথ উদ্যোগে পদ্মা নদীতে টহল অভিযান ও মোবাইল কোর্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. ফয়সাল আহমেদ এর নেতৃত্বে পরিচালিত হয়েছে। জনস্বার্থে এরকম অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708