আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০১:২৮:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০১:২৮:৪৪ অপরাহ্ন

মেসির জোড়া গোলে মিয়ামির জয়


আর্জেন্টাইন ফুটবলার মেসি মাঠে নামা মানেই ম্যাজিক। মেজর লিগ সকারে (এমএলএস) ফের দেখা মিলল মেসি ম্যাজিকের।এমএলটেন জাদুতে নিউ ইংল্যান্ড রেভোলিউশনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি।
 
ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে গিলেট স্টেডিয়ামে স্থানীয় সময় বুধবার রাতে নিউ ইংল্যান্ডের বিপক্ষে মিয়ামির হয়ে দুটি গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সেই সঙ্গে এ রাতে নতুন এক রেকর্ডও গড়েছেন।
 
ম্যাচের ২৭ মিনিটে ডিফেন্ডারের দুর্বল ক্লিয়ারেন্স কাজে লাগিয়ে প্রথম গোলটি করেন মেসি। এরপর ৩৮ মিনিটে দীর্ঘদিনের সতীর্থ সার্জিও বুসকেটসের অসাধারণ এক পাসে বাম পায়ের শটে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন সুপারস্টার।
 
আর এরই সঙ্গে মেজর লিগ সকারের প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার লিগ ম্যাচে একাধিক গোল করার অনন্য রেকর্ড গড়লেন লিওনেল মেসি।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708