আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৩:৩০:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৩:৩০:৫৮ অপরাহ্ন

নানা আয়োজনে মধ্যে দিয়ে

চারঘাটে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী 



 
রাজশাহীর চারঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় চারঘাট পাইলট স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি চারঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চারঘাট বাজারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
 
আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাজশাহী-৬ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন উজ্জল। 
 
এ সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, স্বাধীনতার ঘোষক, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের উন্নয়নের রূপকার এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে গেছেন। আর এই দলকে শক্তিশালী ও জনগণের দলে পরিণত করেছেন তাঁরই সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি সব সময় জনগণের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।”
 
এসময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে চারঘাট-বাঘার উন্নয়নে বিএনপি সরকার গঠনের বিকল্প নেই বলে মন্তব্য করেন।
 
 
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চারঘাট-বাঘা উপজেলার সকল ইউনিয়নের বিএনপি নেতা-কর্মী ও সাধারণ জনতা দলে দলে যোগ দেন। এসময় তাদের মুখে শোনা যায়—
“স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান অমর হোক”,
“গণতন্ত্রের মাতা খালেদা জিয়া জিন্দাবাদ”,
“দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ”
এবং একই সাথে “চারঘাট-বাঘায় এমপি হিসেবে দেখতে চাই উজ্জল ভাইকে” এমন স্লোগান দিতে থাকেন তারা।
 
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন, চারঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুল হক মিতুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
 
 
অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া-মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708