আপলোড সময় : ০২-১০-২০২৫ ১১:২১:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৫ ১১:২১:৫৯ পূর্বাহ্ন

নারী বিশ্বকাপ: আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ


বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। নিজেদের প্রথম ম্যাচে নিগার সুলতানা জ্যোতির দলের প্রতিপক্ষ পাকিস্তান। শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

এর আগে বাংলাদেশ নারী দল মাত্র একবারই ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছিল। ২০২২ সালের সেই আসরে প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেও পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি রয়েছে টাইগ্রেসদের। সেই জয়ই আজকের ম্যাচে মাঠে নামার আগে জ্যোতিদের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

কন্ডিশন অনুকূলে থাকায় এবং অতীত রেকর্ডের কারণে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708