আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০৭:০৮:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০৭:০৮:৪৮ অপরাহ্ন

গোদাগাড়ীতে আন-নাস্তা'ঈন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য বিতরণ ও প্রতিবন্ধী ভাতা প্রদান


গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে আন-নাস্তা'ঈন ফাউন্ডেশন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এক মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। শুক্রবার (০৩ অক্টোবর ২০২৫) বাদ আসর ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিমাসে ৩৬ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে প্রতিমাসে ২১ জন প্রতিবন্ধী ভাই-বোনের হাতে নিয়মিত মাসিক ভাতা তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ।

তিনি বলেন, সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের কল্যাণে যে কোনো উদ্যোগই প্রশংসনীয়। আন-নাস্তা'ঈন ফাউন্ডেশন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে, যা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাজেম হোসেন, আব্দুর রহমান মাস্টার ও মোঃ তরু ইসলাম। তারা ফাউন্ডেশনের কার্যক্রমকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আনুষ্ঠানিক কার্যক্রম শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানুষের কল্যাণে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সংগঠনের সদস্যরা বিশ্বাস করেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে এলে অসহায় মানুষদের মুখে হাসি ফোটানো সম্ভব। আন-নাস্তা'ঈন ফাউন্ডেশনের দায়িত্বশীলরা জানান, তাদের উদ্দেশ্য হলো “আল্লাহর সাহায্যে মানুষের সেবায় কাজ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708